``আমার গৌরব ফাউন্ডেশন``লৌহজং উপজেলা শাখার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২২, 9:08 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২২, 9:08 PM
``আমার গৌরব ফাউন্ডেশন``লৌহজং উপজেলা শাখার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমার গৌরব ফাউন্ডেশন, লৌহজং উপজেলা শাখার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত এডভোকেট ঢালী মোয়াজ্জেম বলেন আমার গৌরব ফাউন্ডেশন প্রায়শই যে মানবিক কার্যক্রম করে তা প্রশংসা করার মত কাজ। ১৫ আগস্ট উপলক্ষ্যে আমার গৌরব ফাউন্ডেশন আয়োজিত বিনামুল্যে চিকিৎসা সেবা কর্মসূচি করায় তাদেরকে সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণের ব্যবস্থা গ্রহণ করাকে তিনি ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন পূর্বেও আমার গৌরব ফাউন্ডেশন বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলে সাধারণ জনগণের ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গিয়েছিল। এবার ও তার ব্যতিক্রম হয়নি। আমার গৌরব ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন বলেন পূর্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পটি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়ায় সংগঠন টি পুনরায় আরেকটি ফ্রি ক্যাম্প সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আরোও বলেন যখন ই সাধারণ জনগণের জন্য কোনো প্রোগ্রাম করি স্থানীয় সংসদ সদস্য বাধা প্রদান করেন। প্রথম প্রোগ্রমে নানা ভাবে বাধা গ্রস্থ হয়েছি আজ ২৭ আগস্ট সাধারণ জনগণের কল্যানে বিনামুল্য চিকিৎসা দান কর্মসূচি পারিচালিত করেছি তাতেও স্থানীয় সংসদ সদস্য অনুষ্ঠানে ঠিক পূর্ব মূহুর্তে বাধা প্রদান করে এমনকি অনুষ্ঠানের জন্য তৈরি সকল চেয়ার টেবিল ও চিকিৎসা দান করার জন্য তৈরি চিকিৎসা ক্যাম্পটি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করে।
সামাজিক সংগঠনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন।
এতে ফ্রি চিকিৎসা প্রদান করেন অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা। অধ্যাপক ডাক্তার আফ্রিনা বেগম। আরও উপস্থিত ছিলেন আমার গৌরব ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আফরোজা তালুকদার। সাংগঠনিক সম্পাদক নজরুল কবির, প্রকাশনা সম্পাদক মইন মাহমুদ, লৌহজং উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা রফিক ঢালী, লৌহজং উপজেলা শাখার সদস্য সচিব তুষার তালুকদার ও সদস্য এডভোকেট সঞ্জীব মন্ডল (তুষার) রনি ব্যানার্জি, জাহিদ হাসানসহ আরও অনেকেই।
এছাড়াও আরো চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আসাদুজ্জামান লিটন ডঃ মাহমুদ আসিফ রিফাত ডাঃ হাসিম রেজা রক্তিম ডাঃ মাহবুব আলম ডাঃ ইমরান হোসেন ডাঃ সোনামণি দত্ত সহ আরোও অনেকে।