ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

উজিরপুরে সতন্ত্র প্রার্থী আওরঙ্গজেবের উঠান বৈঠকে জনজোয়ার

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  11:54 AM

news image


তালহা জাহিদঃ-

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী আওরঙ্গজেব  হাওলাদারের মটর সাইকেল প্রতিকের উঠান বৈঠক একপর্যায় জনসমুদ্রে রুপ নেয়। মুহুর্তেই কানায় কানায় পুর্ন হয়ে যায় সভাস্থল । ২০ নভেম্বর শনিবার সন্ধায় চাঙ্গুরিয়া স্কুল আঙ্গীনায় উঠান বৈঠকে জেলা পরিষদের সাবেক সদস্য , আওয়ামীলীগ নেতা, মটর সাইকেল প্রতিকের সতন্ত্র প্রার্থী আওরঙ্গজেব  হাওলাদার। তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে দিন রাত এক করে জনসেবায় কাজ করে যাচ্ছি। গুঠিয়াবাসির দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ আগামী ২৮ নভেম্বর রবিবার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে  মটর সাইকেল মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।


এসময়ে বক্তৃতা করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান হাওলাদার।


শেলিম হোসেনের উপস্থাপনায় আরো বক্তৃতা করেন হাফিজুর রহমান রিয়াজ , কে এম নুরুল ইসলাম,কবির হোসেন, কে এম নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আ: রহিম , নুর খান দুলাল , মানিক মাস্টার , মোশারেফ বয়াতীসহ প্রমূখ । 


সেসময় বক্তারা বলেন,  আওরজেব হাওলাদার ছাত্র জীবন থেকেই মানুষের সেবায় নিয়োজিত । মহামারী করোনা থেকে শুরু করে ঝড় - বন্যা, যে কোনো দুর্যোগে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। কন্যা দায়গ্রস্থ্য পিতা- মাতার ভরসাস্থল তিনি। তাই দল মত নির্বিশেষে তাকে গুঠিয়াবাসী ভালোবাসে অন্তরের অন্তস্তল থেকে,  তার এ ধারা অব্যহত থাকবে । বক্তারা আরো বলেন অনেক প্রার্থী  জনগনের দু:খ কস্টে কখোনো পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়াননী। তারা জনপ্রতিনিধি হয়ে কি করবেন। আগে জনগনের সেবা করুন , জনগনই খুঁজেনেবে আপনাদের। ২৮  নভেম্বর  নির্বাচনে মটর সাইকেল প্রতিকের বিজয় সুর্নিশ্চিত ।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান