উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
তালহা জাহিদ, বরিশালঃ
০৮ মার্চ, ২০২২, 8:12 PM
তালহা জাহিদ, বরিশালঃ
০৮ মার্চ, ২০২২, 8:12 PM
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বরিশাল জেলার উজিরপুরে আজ ৮ মার্চ মঙ্গলবার বেলা ৩ টায় মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক মাননীয় (মন্ত্রী), বরিশাল জেলার আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর হাতকে শক্তিশালী করতে, উজিরপুর উপজেলার প্রত্যেকটি ওর্য়াড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী ও স্বচ্ছ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশা পাশি সংগঠনকে গতীশীল করতে নিজেদের মধ্যেকার কোন্দল ও গ্রুপিং রাজনীতিকে পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। এবং দলের জন্য ত্যাগী ও নিবেদিত প্রাণ এমন কর্মীদের মূল্যায়ন করে পদ পদবিতে রাখার সিদ্ধান্ত ব্যাক্ত করা হয়।
এসময়ে মুক্ত আলোচনার মাধ্যমে সকল কাউন্সিল কর্মী স স মন্তব্য বক্তব্য রাখা হয়। পরিশেষে দলকে গতিশীল করতে অদ্যকার প্রথম আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠন যাদের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে তাদের নতুন কমিটি করার উপর জোর দেয়া হয়।
এ ছাড়া সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নতুন করে ঢেলে সাজাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলগ নেতা সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নেতৃবৃন্দ।