ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

কালীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  12:05 PM

news image

 লালমনিরহাট প্রতিনিধিঃ

করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের  অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে।


এ ঘটনায় গত রবিবার( ৪ সেপ্টেম্বর)  উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীরা ফরম পুরণ করেন কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে পরীক্ষা বাতিল করে অটো পাশ দেয় এবং পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।


সে মোতাবেক শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের  ২০২০ সালের ১৮১ জন পরীক্ষার্থীর ফরম পুরণের টাকা ফেরত দেয়ার নির্দেশনা দিলেও অধ্যক্ষ আবু বকর সিদ্দিক আজও পরীক্ষার্থীদের টাকা ফেরত দেননি।


শিক্ষার্থীরা টাকা ফেরতের জন্য অধ্যক্ষের নিকট একাধিকবার গেলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এমন পরিস্থিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত শিক্ষার্থীরা যেন টাকা ফেরত পায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।


এ ব্যাপারে অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান