ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

চাটখিল বদলকোটের ব্রাজিল প্রবাসী ইকবালের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য এখন তার ১২ বছরের সংসার ভাঙ্গার জন্য মরিয়া

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৩ মার্চ, ২০২২,  10:04 AM

news image

 স্থানীয় ভাবে জানা যায়, ইকবাল হোসেন কাজীর ১২বছরের একটি মেয়ে এবং ১০বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন থেকে আসার পর বিভিন্ন পরামর্শ দিয়ে স্ত্রী-সন্তানদের থেকে সালা কে দূরে রাখতে বিভিন্ন অপকৌশল করে। ইকবাল কাজীর বোন মুক্তা এবং বোনের জামাই হরি কৃষ্ণপুর বড় বাড়ির রফিক উল্লাহ সুকৌশলে শালা ইকবাল কাজীর থেকে ঢাকায় তার বাড়ির কাজ করার কথা বলে ৬৫ লাখ টাকা হাতিয়ে নেয়। উক্ত টাকা পরিশোধের না করার পাঁয়তারা করে।সুকৌশলে  শালার সংসারে বিষফোঁড়া ঢুকিয়ে দেয়। শালা ইকবাল কাজী টাকা হারিয়ে দিশেহারা হয়ে বউ সন্তানের কাছে আসলে বউ এর হয়, আবার বোন ভগ্নিপতির কাছে গেলে স্ত্রী সন্তানদের কথা ভুলে যায়। বোন  বোনের জামাইয়ের পরামর্শে স্ত্রীকে তালাক দেওয়ার পরামর্শ ও নিয়ে থাকে। ইকবাল কাজির পাসপোর্ট ও টিকেট বোনের জামাই (রফিক)  আটকে রাখে। একপ্রকার ইকবাল কাজী বাধ্য হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে থাকে। এমতাবস্থায় তার স্ত্রী ও সন্তানরা অসহায় ও তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। কতিপয় এলাকার লোকজন টাকা ধার নিয়ে টাকা না দেওয়ার স্বার্থে বোনের জামাইর পক্ষ নিচ্ছে। অদ্য তার স্ত্রী সন্তানদেরকে তার বসতবাড়ি থেকে মেরে বাড়ি থেকে বের করে দেয় বোন জামাই রফিক। ১০ বছরের শিশু ছেলে সন্তানকে  ঢাকার বাসায় বোন জামাই রফিক আটকে রাখে। ইকবাল কাজী তার স্ত্রীর সাথে সংসার করলে রফিক তার স্ত্রী (ইকবালের বোন মুক্তাকে) ছেড়ে দিবে। উক্ত বিষয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন  অসহায় সন্তানদের মা।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান