ঠাকুরগাঁওয়ে মাঠে নেই প্রার্থী, নৌকা পেতে ঢাকায় মনোনয়ন প্রত্যাশীরা
আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ
২০ নভেম্বর, ২০২১, 6:26 PM
আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ
২০ নভেম্বর, ২০২১, 6:26 PM
ঠাকুরগাঁওয়ে মাঠে নেই প্রার্থী, নৌকা পেতে ঢাকায় মনোনয়ন প্রত্যাশীরা
ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য অনেকেই ঢাকায় অবস্থান করবেন।
গত ১০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা হয়। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলার ২০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০ টি ইউনিয়নে প্রায় ১০০ জন নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নিজেদের সমর্থন বেশি দেখানোর জন্য স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন।
ঢাকায় যাওয়া সদর উপজেলা ঢোলার হাট ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সীমান্ত কুমার বলেন শুক্রবার এলাকায় ফিরে এসেছেন। তিনি বলেন, আমি অনেকটাই সবুজ সংকেত এলাকায় এসেছি। আজ সকাল থেকে ভোটার ও নেতাকর্মীদের সাথে সাক্ষাত করছি। তবে আশা করছি কাল অনেক মনোনয়ন প্রত্যাশী চলে আসবে।
জানা গেছে, গত ইউপি নির্বাচনে দলের সিন্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। তারাসহ পরাজিত প্রার্থীরাও চেয়েছেন স্থানীয় মনোনয়ন।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশী বেশির ভাগই ঢাকায় অবস্থান করছেন শোনা যাচ্ছে বলে তিনি বলেন।