তাহিরপুর হারিয়ে যাওয়া পোষা বিড়াল ‘লিওর’ এখন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর কোলে
মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২১, 8:16 PM
মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২১, 8:16 PM
তাহিরপুর হারিয়ে যাওয়া পোষা বিড়াল ‘লিওর’ এখন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর কোলে
সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর পোষা বিড়ালটি পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১০ টায় তাহিরপুর থানার পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়।লিও নামে পোষা বিড়ালটিকে ধরার সময় রতন রায় নামে এক যুবক আহত হয়েছেন। তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রনধীর রায় এর ছেলে।পোষা বিড়ালটিকে যখন ধরা হয় জার্মান নারী জুলিয়া ওয়াসিমান তখন তিনি সময় ঢাকায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে সোমবার রাতেই তিনি পোষা বিড়ালটি নেয়ার জন্য ঢাকা থেকে তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। মঙ্গলবার সকাল ৮টায় তিনি মধ্য তাহিরপুর গ্রামের রতন রায় এর বাড়িতে এসে পেঁৗছেন। বিড়াল পেয়ে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান আনন্দে আত্মহারা। পোষা বিড়াল লিওকে কোলে নিয়ে তিনি আদর করেন। সকাল ৯টার দিকে লিওরকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
উল্লেখ্য গত শুক্রবার তাহিরপুরে পোষা বিড়ালের সন্ধান চেয়ে অটো রিক্সা দিয়ে এলাকাজুড়ে মাইকিং করা হয় ‘লিওর’ সন্ধান চাই। মাইকে প্রচারনার সময় পোষা বিড়াল ‘লিওর’ টোন ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর ধারনকৃত রেকর্ড কথোপকথন প্রচার করা হয়। যেন টোন বুঝতে পেরে পোষা বিড়াল ‘লিওর’ জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর কাছে আসতে সহজ হয়। এ থেকেই তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রতন রায় বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিল।