ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

দিতে পারেনি পরীক্ষা, ক্ষোভে আত্নহত্যা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৩ নভেম্বর, ২০২১,  11:56 AM

news image


চলমান এসএসসি পরীক্ষার ২১ নভেম্বর রবিবার  ছিল এসএসসি (কারিগরি)  পরীক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষা৷ রুটিনে ভূল দেখার কারনে পরীক্ষা দিতে যাননি স্বপন কুমার রায় (১৬) । পরে পরীক্ষা শেষ হয়ে জানতে পারেন যে তার গতকাল ২২ নভেম্বর রোজ সোমবার পরীক্ষা ছিল৷ পরীক্ষা দিতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে স্বপন কুমার রায়। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়েনের ফরিঙ্গাদিঘী গ্রামের  সুভাষ কুমার রায়ের ছেলে স্বপন কুমার রায় । সে  নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।


স্বপনের পিতা সুভাষ কুমার রায় বলেন , গতকাল ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে ঐদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ঐদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিক ভাবে ভেঙে পড়ে। রাতে সে খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। আনুমানিক রাত ১১ টার দিকে সে চিৎকার করে এবং আমরা জানতে পারলাম সে  ইঁদুর মারা গ্যাস টেবলেট খেয়েছে৷ তার চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সর্বশেষ তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার সময় আজ সোমবার দুপুরে মারা যায়।


স্বপনের বন্ধু সোহান বলেন,আমরা পরীক্ষা দিতে গিয়ে দেখি স্বপন পরীক্ষা দিতে আসেনি৷ আমরা ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি৷ পরে জানতে পারি সে সকালে তার বাবার সাথে মাঠে ধান কাটতে গেছিলো৷ 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান