বঙ্গবন্ধুর কুটক্তিকারী জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টঙ্গী গাজীপুর উত্তাল
আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ
০৫ সেপ্টেম্বর, ২০২২, 9:09 PM
আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ
০৫ সেপ্টেম্বর, ২০২২, 9:09 PM
বঙ্গবন্ধুর কুটক্তিকারী জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টঙ্গী গাজীপুর উত্তাল
গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটক্তি করার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন এর দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ, সহ অঙ্গ সংগঠন ও স্থানীয়রা।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ও আসপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটক্তি করে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশন এর দুর্নীতির অভিযোগে সামরিক বরখাস্ত জাহাঙ্গীর আলমের অতি দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা।
উক্ত মানববন্ধনে এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য ও টঙ্গী থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গাজীপুরবাসীকে ভালোবেসে হাজার হাজার কোটি টাকা গাজীপুর সিটি কর্পোরেশনকে উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন, আর সেই গাজীপুর সিটি কর্পোরেশনে যিনি মেয়র ছিলেন, সেই জাহাঙ্গীর আলম মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গাজীপুর বাসীর উন্নয়নের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছেন।
তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ও সরকারি দপ্তর সহ দুদকের তদন্তের মাধ্যমে দুর্নীতি প্রমাণিত হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামে। মাননীয় প্রধানমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের হাজার হাজার কোটি টাকা এবং গাজীপুরবাসীর ট্যাক্সের টাকার হিসাব জনগণের কাছে দিতে হবে।
তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটক্তি করার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত ও গাজীপুর সিটি কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের অতি দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক বজলুর রশীদ, ৪৭ নং ওয়ার্ড সদস্য সচিব আহসান উল্লা, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগের সভাপতি লিটন মাহাজন, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আলী হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সোলেমান মিয়া, খোকন শেখ, হক কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির বাপ্পী, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান রিংকু, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদ, ৪৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আজমীর কিশান, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।