ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১০ জন
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 7:43 PM
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 7:43 PM
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১০ জন
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত নগরী গড়া এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে।এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে জুয়া খেলারত অবস্থায় তিন জুয়াড়িকে গ্রেফতার করে। জুয়া আইনের আসামীরা হলো, বাতেন, রুহুল আমিন ও নুরুজ্জামান। তাদেও কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
এছাড়া এসআই মোঃ শাহজালাল, এসআই আশিকুল হক, এসআই শাওন চক্রবর্তী, এসআই আশিকুল হাসান, এএসআই রুহুল আমীন, এএসআই হযরত আলী, এএসআই আমিনুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে আরো সাত আসামীকে গ্রেফতার করে। তারা হলো, কাঠগোলার আজিজুল ইসলাম, আকুয়া দক্ষিণপাড়ার শাহিদ মিয়া, বাড়েরা তেতুলতলার মাহমুদুল হাসান, উইনার পাড়ের মোশারফ হোসেন, উজান ঘাগড়ার মনিরুজ্জামান মনির, শহিদুজ্জামান শহিদ,আকুয়া দক্ষিণপাড়ার হুমায়ুন কবির।গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।