যশোরের বেনাপোল দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালি বাংলাদেশে আগমন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৪ নভেম্বর, ২০২১, 7:39 PM
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ
১৪ নভেম্বর, ২০২১, 7:39 PM
যশোরের বেনাপোল দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালি বাংলাদেশে আগমন
বাংলাদেশের সাথে সোহার্দ্য পূর্ণ সম্পর্ক বাড়াতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে ২০ সদস্যের সেনাবাহিনীর ১টি দল সাইকেল র্যালি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।র্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বেনাপোল চেকপোস্টে তাদের ফুল দিয়ে বরর্ণ করেন, ৫৫ পদাধিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমান।
মেজর মো জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে প্রবেশ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।
সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে গমন করছে। সেনাবাহিনীর এই দলটি যশোর সেনানিবাস গমন করে সাইকেলিং করে ১৯ তারিখে দর্শনা স্থলবন্দর হয়ে নিজ দেশে গমন, বাংলাদেশী ২০ সদস্যের সাইকেলিং দলের নেতৃত্বে রয়েছেন, বিগ্রেডিয়ার কমান্ডার বিএ- ৫০৩৪ জেনারেল হাফিজুর রহমান।