ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

লন্ডনে "নিরাপদ বাংলাদেশ চাই" ইউকে'র লুটন (ব্রেডফোর্ডশ্যায়ার )শাখা কমিটি গঠন

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  5:30 PM

news image

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন "নিরাপদ বাংলাদেশ চাই" (এনবিসি)  ইউকে'র লুটন (ব্রেডফোর্ডশ্যায়ার )শাখা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা গত ২০শে ডিসেম্বর'২০২১ইং সোমবার,সন্ধ্যা সাত ঘটিকায় স্থানীয় spicy karahi, 122 Dunstable road,LU1 1EW  Luton অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোর্শেদ আহমদ খান,সভা পরিচালনা করেন সংগঠনে নতুন সেক্রেটারী মীর্জা এনামুল হক। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল করিম জলিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে শাখা সভাপতি মুসলিম খান।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনবিসি ইউকে সেক্রেটারী তাহমিদ হোসেন খান, যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক জায়েদ মানিক চৌধুরী, লুটন যুবদলের সভাপতি আনিসুর রহমান, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াজ উদ্দীন লুৎফুর, এনবিসি ইউকে ইভেন্ট সেক্রেটারী মোঃআসয়াদুল হক,লন্ডন মহানগর শাখার সভাপতি আরিফ আহমদ,মোহাম্মদ আশিকুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইস্ট লন্ডন বিএনপি, লুটন যুবদলের সহ সভাপতি কাজী আজমত হোসেন, লুটন যুবদলের দপ্তর সম্পাদক মির্জা সুজন মিয়া।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস বিকৃতি কারি ও গনতন্ত্র হত্যা কারি আওয়ামী লীগ সরকার কে হঠাতে হবে। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে আসার সুযোগ করে দিতে হবে।  আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন।

এছাড়াও বক্তব্য রাখেন এনবিসি লুটন শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদ, সহ-সভাপতি শোয়াইবুর রহমান,সহ-সেক্রেটারী মোহাম্মদ তারেকুল ইসলাম, সহ-সেক্রেটারী গাজী মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক মাসুদ চৌধুরী, অর্থ সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক মীর্জা মহি উদদীন, প্রচার সম্পাদক শেখ আবুল ফাত্তাহ, মহিলা সম্পাদিকা শারমিন আহমদ, মিডিয়া সম্পাদক মাহমুদুর রহমান, ইভেন্ট সেক্রেটারী রাহাত আহমেদ প্রমূখ।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান