শিক্ষিত বেকার কমাতে কর্ম উপযোগী শিক্ষার পরিকল্পনা রয়েছে-রংপুরে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২১, 8:11 PM
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২১, 8:11 PM
শিক্ষিত বেকার কমাতে কর্ম উপযোগী শিক্ষার পরিকল্পনা রয়েছে-রংপুরে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদানের পরিকল্পনা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায়, এ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। আজ শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সফরের শুরুতে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তাই আমরা চাই না শিক্ষিত সনদধারী কেউ বেকার থাকুক, সবাই তাদের নিজের কর্মসংস্থান করতে পারবে, দেশে বিদেশে কর্মসংস্থান হবে এবং যখন সে একটি সনদ নিয়ে বের হবে তখন যেন সে চাকরি জগতে প্রবেশের জন্য একেবার তৈরি থাকে।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের নিয়ে শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিওর ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরো কিছু এমপিওভুক্ত করেছি। যারা বাকি রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। কিন্তু নতুন করে নেয়ার ব্যাপারে একেবারেই নিষেধ রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. শাহনাজ বেগম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বক্তব্য রাখেন।
রংপুর অঞ্চলের ৬০টি সরকারি, ২০৫টি বেসরকারি ও ২০টি প্রফেশনাল কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।