ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা হাইকোর্টে বাতিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবাগত মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু কে ফুলের শুভেচ্ছা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিতঃ প্রধান উপদেষ্টা সুযোগ দিলে জামায়াত হবে দেশ-মানুষের জানমালের পাহারাদার দোসর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে এতো ব্যস্ততা কেন খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসর ধনকুবেররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

সংক্ষিপ্ত সফলতার গল্প সাংবাদিক ‘রাশেদুল ইসলামের

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  1:39 PM

news image

নোয়াখালীর সুবর্ণচরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। তার পৈতৃক বংশানুক্রমে সে আলেম বংশধর,সে প্রাতিষ্ঠানিক পড়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে।সর্বপ্রথম শিক্ষায় যাত্রা শুরু করে স্থানীয় মক্তব থেকে,ছোট থেকে ছিলো প্রখর মেধাবী, ভর্তি হয় হেফজ মাদ্রাসায়, হাফেজ হওয়ার জন্য কিন্তু এই আলেম বংশের ছেলের আর হেফজ পড়া হলো না, চলে আসে বাড়িতে প্রায় ২ বছরের মতো পড়াশোনা বন্ধ কিন্তু তার পিতা মাতা আবার তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই স্কুলে থেকে পড়া চালু করে এই পর্যন্ত পৌঁছেছে। ২০১৮ সালে তার কবি প্রতিভা ঘটে সেই থেকে কবিতা লেখা শুরু ২০১৯ সালে তার কবিতা ’গ্রাম আমার প্রিয়’ পত্রিকায় প্রকাশিত হয়। ২০২০ সালে সুবর্ণচর উপজেলা থেকে কবিতা প্রতিযোগীতায় পুরস্কার এবং সনদ লাভ করেন, তার পর শুরু জেলা থেকে, এবং বিভিন্ন সংস্থা কর্তৃক অনেক পুরস্কার এবং সনদ লাভ করেন। তার পর ২০২১ সালে বিদ্যাপীঠ সমুহ যখন বন্ধ ছিলো  তখনই শুরু পত্রিকায় লেখা, বাংলাদেশ বিভিন্ন প্রিয় এবং অনলাইন ভার্শনে তার লেখা ছাপা হয়েছে, তার সর্বপ্রথম লেখা বই হলো- প্রিয় আমার ছোট্টবেলা’ এই বইটি এখনো বাজারজাত হয়নি। সেই বর্তমানে সাংবাদিকতায় যুক্ত আছে, জাতীয় সাপ্তাহিক- জনতার দলিলের উপজেলা প্রতিনিধি, এবং সকালের বাংলাদেশ, বিডিখবর ২৪, খোঁজখবর সহ বেশ কয়েকটি পত্রিকায় কর্মরত আছে।  বর্তমানে সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পড়াশোনা মাদ্রাসায় ছিলো কিন্তু সাটিফিকেট অর্জনের জন্য স্কুলে পড়াশোনা।

logo সম্পাদক :মোঃ রাকিবুজ্জামান